শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন

হোসেনপুরে প্রবাসীর স্ত্রী সন্তানসহ তিনজনের মরদেহ উদ্ধার

হোসেনপুরে প্রবাসীর স্ত্রী সন্তানসহ তিনজনের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে এক সৌদি প্রবাসীর বসতঘর থেকে তার স্ত্রী ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার, ১৪ নভেম্বর হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের নিজ বসতঘর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হচ্ছেন, উপজেলার বাসুরচর গ্রামের সৌদি প্রবাসি মঞ্জিল মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার (৩৫) তার দুই মেয়ে বন্যা (৭) ও মোহনা (১১)। এদের মধ্যে বন্যা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ও মোহনা পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, প্রবাসী মঞ্জিল মিয়া ৫ বছর আগে স্ত্রী সন্তানদের রেখে সৌদি আরব যান। বাড়িতে দুই সন্তান নিয়ে তার স্ত্রী তাসলিমা একাই বসবাস করতেন।
মঙ্গলবার সকালে মোহনাকে স্কুলে নিয়ে যেতে তার বান্ধবী তাদের বাড়িতে এসে ঘরের সামনে দাঁড়িয়ে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে দরজায় সামান্য ধাক্কা দিতেই তা খুলে যায়। ঘরে ঢুকে দুই শিশু সন্তানসহ মাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করে। চিৎকার শুনে লোকজন আশেপাশের লোকজন এসে ঘটনা দেখে পুলিশকে খবর দেয়।
কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে হোসেনপুর থানায় নিয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যে কিশোরগঞ্জ থেকেও পুলিশের ঊর্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে ছুটে যান।
এ বিষয়ে কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিআইডির ফরেনসিক টিমের জন্য অপেক্ষায় আছি। এখানে অনেক আলামত সংগ্রহ করা হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা কান্ড তা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হয় যে, এটি হত্যাকান্ডের সম্ভাবনা বেশি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana