শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন

অবরোধ সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

অবরোধ সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

একুশে ডেস্ক :

চতুর্থ দফার অবরোধের প্রথম দিনে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার সকালে অবরোধ সমর্থনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে রাজধানীতে পৃথক পৃথকভাবে এ মিছিল অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহাম্মদ জামাল উদ্দীন বলেন, বিতর্কিত নির্বাচন কমিশনের মাধ্যমে সরকার দেশে আবারও একতরফা নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করার দিবাস্বপ্ন দেখছে। কিন্তু জনগণ সে ষড়যন্ত্র মোকাবিলায় স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত এই অবরোধ অব্যাহত থাকবে। তাই সরকারকে শুভবুদ্ধির পরিচয় দিয়ে তামাশা ও ভাঁওতাবাজির নির্বাচনের ষড়যন্ত্র বন্ধ করার আহ্বান জানাচ্ছি।

এদিকে মিরপুর ১১-তে বাংলা স্কুলের পাশে অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তরের জামায়াতের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দিন। এছাড়া রাজধানীর বাড্ডা-রামপুরা এবং মোহাম্মদপুরেও অবরোধের সমর্থনে মিছিল করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতাকর্মীরা।

সেগুনবাগিচায় সড়ক অবরোধ করেন দলটির নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের মজলিসে শুরা সদস্য শাহীন আহমেদ খান, অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana