শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:১৮ পূর্বাহ্ন

হাত পায়ের নখ কাটার সুন্নত

হাত পায়ের নখ কাটার সুন্নত

একুশে ডেস্ক:
হাত-পায়ের নখ বড় হয়ে গেলে কেটে ফেলা সুন্নত। সাধারণত সপ্তাহে একবার কাটা ভালো। যেকোনো ভালো কাজ ডান দিক থেকে করা সুন্নত। সে হিসেবে নখও ডান হাত ও ডান পা থেকে কাটা সুন্নত। আর কোন আঙুল থেকে কাটা শুরু করবে, তা নিয়ে একটা বর্ণনা আমাদের সমাজে প্রচলিত।
তবে এটা কোনো হাদিস ও সাহাবিদের আমলের মাধ্যমে প্রমাণিত নয়। তবে অনেক বুজুর্গ বলে থাকেন যে, নিম্নে বর্ণিত নিয়মে নখ কাটা আদবের অন্তর্ভুক্ত। তা হলো-উভয় হাত (মোনাজাতের আকৃতিতে ধরে) ডান হাতের শাহাদাত আঙুল থেকে আরম্ভ করে ধারাবাহিকভাবে বাম হাতের বৃদ্ধাঙ্গুলির নখ কেটে শেষ করা।

অতঃপর সবশেষে ডান হাতের বৃদ্ধাঙ্গুলির নখ কাটা (ফাতওয়ায়ে শামি : ৬/৪০৬)। একইভাবে ডান পায়ের কনিষ্ঠাঙ্গুলি থেকে শুরু করে ধারাবাহিকভাবে বাম পায়ের কনিষ্ঠাঙ্গুলির নখ কেটে শেষ করা। উল্লেখ্য, সরাসরি হাদিসের কিতাবে এসব না থাকলেও জুতা পরিধান ও জুতা খোলার হাদিসে যে কারণ দর্শানো হয়েছে, সে কারণ এ পদ্ধতিতেও পাওয়া যায়। তাই সুন্নত বলে আকিদা না রেখে নিয়ম হিসেবে আমল করা ভালো। (বুখারি, হাদিস : ৫৮৫৫)
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana