শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৩১ পূর্বাহ্ন
‘পায়েল’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছোট পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এটাই এ সিনেমার শেষ লটের শুটিং, জানালেন তিনি। নাটকের অভিনেত্রী ভাবনা। বেশ কিছুদিন ধরে সিনেমা নিয়েই ব্যস্ত তিনি।
ভাবনা বলেন, এ সিনেমার শুটিং আরও আগেই শুরু হয়েছে। এখন শেষ লটের শুটিং চলছে। একটানা শুট করে শেষ করার ইচ্ছা আমাদের। এর আগে গানসহ বেশ কয়েকটি দৃশ্যের চিত্রধারণ হয়েছে। এবার অবশ্য কিছু আউটডোর সিক্যুয়েন্স ছিল। সব মিলেয়ে দারুণ লাগছে। পুরো টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ভালো। প্রথমবার এমন কোনো চরিত্রে অভিনয় করছি। আমি আশাবাদী যে সিনেমাটি দর্শকদেরও ভালো লাগবে।