মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
একুশে ডেস্ক:
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিবিসি গাজায় পরিচালিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে তারা কী ধরণের চ্যালেঞ্জের মুখে পড়ছে তা জানতে।
আলহাসান বলেন, আল-শিফা হাসপাতালের কাছে তিনি যে ১০টি পরিবারকে আশ্রয় দিয়েছেন তাদের জন্য এক কেজি পনির জোগাড় করতে হিমশিম খেকে হয় তাকে।
তিনি জানান, তিনি মানুষকে খাবারের জন্য বন্ধ থাকা সুপারমার্কেটে হামলা করতে দেখেছেন।
তিনি আরো বলেন, তিনি আশঙ্কা করছেন, পুলিশ বা কোন নিরাপত্তা বাহিনী না থাকায় এই অবস্থা চলতে থাকলে আসছে কয়েক দিনের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়বে।