শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক হলেন ভৈরবের কৃতি সন্তান আপেল মাহমুদ

অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক হলেন ভৈরবের কৃতি সন্তান আপেল মাহমুদ

এম এ হালিম,  বার্তা সম্পাদক: বিসিএস ক্যাডার(পুলিশ) কর্মকর্তা ভৈরবের কৃতি সন্তান আপেল মাহমুদ চট্রগ্রাম রিজিউনের টুরিস্ট পুলিশ সুপার কে অতিরিক্ত উপ-পুলিশ মহা পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন। তিনি ভৈরব পৌর শহরস্থ জমির উদ্দিন মুন্সি বাড়ীর প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকালীন সময়ের ৩নং সেক্টরের গ্রুপ কমান্ডার ছিদ্দিকুর রহমান সেন ও নুরজাহান বেগম দম্পতির তৃতীয় ছেলে। এবং সাংবাদিক ও রাজনীতিবিদ এম আর সোহেল  ও ইতালি প্রবাসী রুবেল মাহমুদ সেন এর আপন ছোট ভাই। এবং ভৈরব বিশ্ব বিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সফল সমাজ কল্যাণ সম্পাদক হাদিয়া রহমান সংগীতা এবং ভৈরব উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ও তরুণ লেখক সোহানুর রহমান সোহান এর আপন চাচা। মোঃ আপেল মাহমুদ ছাত্র জীবনে মেধাবী শিক্ষার্থী আপেল মাহমুদ ২৪ তম বিসিএস ক্যাডার বাংলাদেশ পুলিশ বাহিনীতে এ.এস.পি পদে যোগদান করেন। তার বিপি নং-৭৯০৫১০২৪৬৮। তার পূর্বের কর্মস্থল এ এস পি র‌্যাব, ময়মনসিংহ জেলা, নাটোর জেলা, সিলেট জেলা, এডিশনাল এএসপি নাটোর জেলা, এডিশনাল এএসপি নরসিংদী, কুমিল্লা জেলা পিবিআই, সর্বশেষ তিনি চট্রগ্রাম রিজিওনের ট্যুরিস্ট পুলিশ সুপার হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি একজন মানব দরদী ও  কলামিষ্ট এবং ইসলামিক বক্তা।
পদোন্নতির খবরে তার নিজ জন্মস্থান ভৈরববাসী ভৈরব উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন গুলোএবং এস.এস.সি ৯৪ ব্যাচের বন্ধুদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং আনন্দ উল্লাস প্রকাশ করতে দেখা যায়। এছাড়াও আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধা যুব কমান্ড ভৈরব উপজেলা শাখা, ভৈরব উপজেলা ও হাজী আসমত সরকারী কলেজ শাখার ছাত্রলীগ, তার পরিবারের সদস্যরা এবং আত্মীয় স্বজন  তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়াও তার পরিবারের পক্ষ থেকে এলাকাবাসীর মধ্যে মিষ্টি বিতরন করা হয়। এ ব্যাপারে তার আপন ভাতিজা ভৈরব উপজেলা ছাত্রলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক সোহানুর রহমান সোহান জানান, আমার চাচ্চু আপেল মাহমুদ এর এ পদোন্নতি ভৈরববাসীর জন্য গর্বের ও অহংকারের। আমার চাচ্চুর জন্য সকলেই দোয়া করবেন, তিনি  যেন সততা আদর্শ ও নিষ্ঠার সাথে তার দ্বায়িত্ব পালন করতে পারেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana