রবিবার, ১১ মে ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

প্রতিবাদের মুখে রাবি চিকিৎসক সাময়িক বরখাস্ত

প্রতিবাদের মুখে রাবি চিকিৎসক সাময়িক বরখাস্ত

অষ্টম শ্রেনী পড়ুয়া এক কিশোরীকে যৌন হয়রানির দায়ে অভিযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান ডা. রাজু আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিতার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সকাল ১০ টায় ডা. রাজু আহমেদকে দ্রুত বহিষ্কার, গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষক-শিক্ষার্থীরা৷ বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন শেষে শিক্ষকেরা উপাচার্যের কাছে দুটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন কর্মসূচির আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মানবন্ধনে সংহতি জানিয়ে অংশ নেন মহিলা ক্লাব রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ও রাজশাহী জেলা শাখা, মুক্তিযুদ্ধের চেতনা মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় প্রাধ্যক্ষ পরিষদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana