শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৫৬ পূর্বাহ্ন
জীবনের ৫১ বসন্ত একা পার করেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় ও আইকনিক অভিনেত্রী টাবু। শনিবার টাবুর ৫২তম জন্মদিন। এখনো কর্মব্যস্ত, এখনো প্রাণচঞ্চল অভিনেত্রী। তবে জীবনের একটা অধ্যায় আজও অমীমাংসিত এই অভিনেত্রীর।
ব্যক্তিগত জীবনে কোনো কষ্ট পাওয়ার মেয়ে নন টাবু। বন্ধু এবং পরিবারের সদস্যদের একটি বিশাল বৃত্তের মাঝে অত্যন্ত সুখী এবং একা থাকেন তিনি।
তিনি এ কথাও স্পষ্ট করেছেন যে ‘সিঙ্গেল’ কোনো খারাপ শব্দ নয়। একজন ভুল সঙ্গীর সঙ্গে থাকার চেয়ে একাকি থাকা ঢের শ্রেয়।
টাবু সব সময় প্রেম এবং বিয়ের বিষয়ে খোলামেলা। সম্পর্কের বিষয়ে কথা বলা এবং বিয়ের জন্য আপস না করা নিয়ে তিনি ২০১৯ সালের একটি সাক্ষাৎকারে বলেছিলেন, একটি পুরুষ-নারীর সম্পর্ক খুব জটিল জিনিস। আমরা যখন তরুণ, তখন আমাদের প্রেম সম্পর্কে ধারণা থাকে। তারপর আমরা বড় হই, নতুন অভিজ্ঞতা লাভ করি, স্বাধীন হই এবং কিছু জিনিসকে ছাড়িয়ে যাই।
তিনি বলেন, আমি কাজ করছিলাম এবং নিজের মতো করে পৃথিবী দেখতে চেয়েছিলাম। আমি যদি এসব ছেড়ে দিতাম, তবে এটি আমার এবং আমার ক্ষমতার জন্য ক্ষতিকর হতো। একটি আদর্শ সম্পর্ক হলো যখন উভয় ব্যক্তি একে অপরের জীবনে থাকার মাধ্যমে একসঙ্গে বেড়ে ওঠে। সম্পর্ক মুক্ত রাখা উচিত, সম্পর্ক মানে দমিয়ে রাখা নয়। আমি জানি আমার চিন্তাভাবনা একটু ভিন্ন।