রবিবার, ১৫ Jun ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

কিশোরগঞ্জে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

কিশোরগঞ্জে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। শনিবার (৩ নভেম্বর) সকালে এ উপলক্ষে শহরের খরমপট্টি সমবায় কমিউনিটি সেন্টার জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

পরে  দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমবায়ে গড়েছি দেশ,সমৃদ্ধ হবে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো.হুমায়ুন কবীর। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরী। সবার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার উম্মে মরিয়ম।

আলোচক ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মন্তোষ বিশ্বাস, সদর উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ  জহিরুল আলম ভুইয়া, জেলা শহর সমবায় সমিতির সভাপতি আলমগীর কবীর, মুক্তিযোদ্ধা সমবায় সমিতির বীরমুক্তিযুদ্ধা আবুল কাসেম সালতু,রুপালী মাল্টিপার্পাস এর সভাপতি  আবুল বাশার প্রমুখ।

পরে সমবায় সমিতির নিবন্ধন সনদ ও জেলার শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। এ সময় সমবায় অফিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিগণ,বীরমুক্তিযোদ্ধাগণ,জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana