শনিবার, ১০ মে ২০২৫, ০১:২০ অপরাহ্ন

স্বর্ণ মুদ্রার দাম বাড়ল

স্বর্ণ মুদ্রার দাম বাড়ল

স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়া‌নোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি মুদ্রার দাম তিন হাজার টাকা করে বাড়িয়ে ৯০ হাজার টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে। যা এতদিন ছিল ৮৭ হাজার টাকা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। নতুন এ দাম রোববার (৪ নভেম্বর) থেকেই কার্যকর হবে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার দাম বাড়ার কারণে এ দাম বাড়া‌নো হ‌য়ে‌ছে বলে জানা‌নো হ‌য়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ’ এবং ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণ মুদ্রার মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্মারক মুদ্রা ২২ ক্যারেট মানের স্বর্ণের তৈরি ও প্রতিটির ওজন ১০ গ্রাম। স্মারক স্বর্ণমুদ্রা (বাক্সসহ) প্রতিটির ৯০ হাজার টাকায় পুনঃনির্ধারণ করা হয়েছে।
এর আগে চলতি বছরের ২১ মার্চ বাংলাদেশ ব্যাংক স্বর্ণমুদ্রার দাম বাড়া‌য় কেন্দ্রীয় ব্যাংক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana