শনিবার, ১০ মে ২০২৫, ০১:১৬ অপরাহ্ন

কলকাতায় হবে ভারত বনাম পাকিস্তানের সেমিফাইনাল!

কলকাতায় হবে ভারত বনাম পাকিস্তানের সেমিফাইনাল!

২০২৩ বিশ্বকাপের ৩২ তম ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯০ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে ফের একবার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের হারের ফলে সেমিফাইনালে ওঠার আশা অনেকটাই বেড়ে গিয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের। তবে তাদের বাকি সবকটি ম্যাচ জিততে হবে এবং অন্যান্য দলের ফলাফলের ওপরও নির্ভর করতে হবে।

তবে ভনের ভবিষ্যদ্বাণী মানতে চাননি পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। মাইকেল ভনের টুইটের জবাবে আখতার লিখেছেন, এই জিনিসগুলো আমাদের আগেও নষ্ট করেছে, ভন।

ইংল্যান্ডের সাবেক ক্যাপ্টেনের টুইটের পরেই এ বিষয়ে নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েন। অনেকে তো ৯-০ হওয়ার কথাও লিখতে শুরু করেন। আবার অনেকে এটিকে অসম্ভব বলে মনে করছেন। দেখে নেওয়া যাক কোন অঙ্কে ভনের কথা সত্যি হলেও হতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana