শনিবার, ১০ মে ২০২৫, ০১:০১ অপরাহ্ন
এম এ হালিম, বার্তা সম্পাদক: বিএনপির ডাকা অবরোধের ৩য় দিনে ভৈরবে ঢিলে-ঢালাভাবে।আজ বৃহস্পতিবার ভোরে অবরোধের সমর্থনে বিএনপির সমর্থকরা শহরের জগন্নাথপুর মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে আওয়ামী লীগ সমর্থকরা তাদের ধাওয়া দিলে পালিয়ে যায়। এছাড়া কালিকাপ্রসাদে ২ টি সিএনজি অটোরিক্সার গ্লাস ভাংচুর করে বলে জানাযায়। তবে বাস টার্মিনাল থেকে গণ পরিবহনের বাস ছেড়ে যেতে দেখা গেছে । এছাড়া অবরোধের প্রতিবাদে সকাল থেকে আওয়ামী লীগের নেতা- কর্মীরা বাসস্ট্যান্ড দূর্জয় মোড়ে অবস্থান নিয়েছে। নাশকতা এড়াতে মহাসড়কে সকাল থেকে পুলিশ, র্যাব ও বিজিবি টহল জোরদার করা হয়েছে। এদিকে অবরোধের প্রতিবাদে উপজেলা ও পৌর আওয়ামী লীগ সকালে বাসষ্ট্যান্ড দূর্জয়মোড়ে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করে । শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সেন্টু, সিনিয়র সহ- সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেণু, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমূখ।