শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:১৪ পূর্বাহ্ন

মোটর সাইকেল দুর্ঘটনায় শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

মোটর সাইকেল দুর্ঘটনায় শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

মোটর সাইকেল দুর্ঘটনায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রাকিবুল হাসান সিফাত নামের এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। তিনি রসায়ন বিভাগের ২০১৯-২০২০সেশনের শিক্ষার্থী।
বুধবার (১ নভেম্বর) ভোর ৪টার দিকে গোয়াইনঘাট থানার সালুটিকর তদন্ত কেন্দ্রের নিকটবর্তী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার সহকারী উপ-পরিদর্শক খালিক।

তিনি জানান, ‘ভোর ৪টার দিকে আমরা তার মরদেহটি রাস্তার পাশ থেকে উদ্ধার করি। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সন্দেহ করা হচ্ছে সে এক্সিডেন্ট করেছে। সে মোটর সাইকেল যোগে কোথাও যাচ্ছিলো।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজে নিয়ে আসা হচ্ছে। আমরা খবর পেয়েছি সে এক্সিডেন্ট করেছে। তবে এখনো বিস্তারিত জানা যায়নি।’
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana