বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী হরতাল-অবরোধে ক্লাস-পরীক্ষা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
সোমবার (৩০ অক্টোবর) সাংবাদিকদের সাথে সাক্ষাৎকালে দেশব্যাপী হরতাল-অবরোধেও ক্লাস-পরীক্ষা চালিয়ে যাবেন বলে জানান যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে উপাচার্য বলেন, নভেম্বর-ডিসেম্বর হলো যবিপ্রবির পরীক্ষার মাস। এ সময়টা যবিপ্রবির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি হরতাল-অবরোধের প্রভাব যবিপ্রবিতে পড়বেনা ও শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হবেনা। বিশ্ববিদ্যালয়ের বাসগুলোর নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে প্রয়োজনে পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে হবে।
তবে পরিস্থিতির অবনতি হলে অনলাইনে ক্লাস-পরীক্ষা চালিয়ে যাওয়ার সক্ষমতাও বিশ্ববিদ্যালয়ের রয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, যেকোনো ক্রমেই আমরা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবো।
তিনি আরও বলেন, অরাজকতা কখনোই দেশের জন্য মঙ্গল বয়ে আনে না। শিক্ষার্থীরা যদি খারাপ কোনো পরিস্থিতির মধ্যে পড়ে তবে তারা যেন সেখানে জড়িত না হয়। জানুয়ারি মাসে দুটি নতুন হল শিক্ষার্থীদের জন্য চালু করে দিলে যবিপ্রবি সম্পূর্ণ আবাসিক হয়ে যাবে। তখন রাজনৈতিক অস্থিতিশীলতা যবিপ্রবির শিক্ষা ও অফিস কার্যক্রম ব্যাহত হবে না।