শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:৫৫ পূর্বাহ্ন

কাপ্তাই হ্রদে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

কাপ্তাই হ্রদে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

একুশে ডেস্ক:
রাঙামাটির কাপ্তাই হ্রদে জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার (২৫ অক্টোবর)  থেকে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে।
রাঙামাটি জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে মঙ্গলবার (২৪ অক্টোবর) জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সতর্কীকরণ নিষেধাজ্ঞা জারি করা হয়।

প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ এর প্রভাবজনিত কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে বুধবার (২৫ অক্টোবর) ভোর হতে নৌযান চলাচলের ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাপ্তাই লেকের ৭২৫ বর্গ কিলোমিটার জলাশয়ে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana