রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
এম এ হালিম, বার্তা সম্পাদক: ভেড়া- ছাগলের পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণে ভৈরবে বিনামূল্যে ভেড়া ছাগলকে পিপিআর টিকা নির্মূলে ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণে টিকা প্রদান করা হয়েছে । উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারী হাসপাতালের উদ্যোগে ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পযর্ন্ত ভৈরবে ৭ টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ছাগল ও ভেড়াকে টিকা প্রদানের আওতায় এনে টিকা দেয়া হয়েছে । এ বিষয়ে ভৈরব উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারী হাসপাতালের কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান তরফদার জানান, ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় সরকার সারা দেশে একযোগে পিপিআর টিকা প্রদান শুরু করেছে এরই অংশ হিসেবে ভৈরবে ও ছাগল ভেড়াকে পিপিআর টিকা প্রদান করা হয়েছে ।