রবিবার, ১১ মে ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

ভৈরবে অজ্ঞাত ২জনের মরদেহ উদ্ধার 

ভৈরবে অজ্ঞাত ২জনের মরদেহ উদ্ধার 

এম এ হালিম,  বাতর্তা সম্পাদক: কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা ডিপােঘাট ও চন্ডিবের হাসপাতাল থেকে আলাদ আলাদা   বৃদ্ধ সহ  অজ্ঞাত ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।   তবে এখনো পর্যন্ত তাদের পরিচয় পাওয়া  যায়নি।  পুলিশ  জানায়  গতকাল সোমবার  শহরের ভৈরবপুর গ্রামে এক ব্যাক্তি কে অসুস্থ  অবস্থায়  রাস্তায়  পড়ে থাকতে দেখে লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  গেলে  আজ সে মারা যায় । এছাড়া  দুপুরে মেঘনা নদীর  ভৈরব  ডিপোঘাট এলাকায়   অজ্ঞাত  বৃদ্ধের  মরদেহ নদীতে ভাসতে দেখে  এলাকাবাসি পুলিশে খবর দিলে  নৌ- পুলিশ  এসে মরদেহ উদ্ধার  করেছে।  এ বিষয়ে ভৈরব নৌ-  থানার অফিসার ইনচার্জ  মোঃ রফিকুল ইসলাম  জানান, কিভাবে  মারা গেছে  কিছুই বলতে পারবোনা।  তবে ময়নাতদন্তের রিপোট পেলে  বিস্তারিত জানা যাবে । এদিকে ভৈরব থানার উপ- পরিদর্শক  রফিকুল ইসলাম জানান, হাসপাতালে পড়ে থাকা অজ্ঞাত  ব্যক্তিটি মানসিক ভারসাম্য ও ভবঘুরে । তবে তার পরিচয় পাওয়া যায়নি ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana