মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন

রবীন্দ্র কুঠিবাড়িতে ‘ছিন্নপত্র’ চলচ্চিত্র প্রদর্শনী

রবীন্দ্র কুঠিবাড়িতে ‘ছিন্নপত্র’ চলচ্চিত্র প্রদর্শনী

একুশে ডেস্ক:
কুষ্টিয়ার রবীন্দ্র কুঠিবাড়িতে ড. চঞ্চল খান পরিচালিত প্রামাণ্যচিত্র  ‘ছিন্নপত্র: পদ্ম পারে রবীন্দ্রনাথ’ প্রদর্শনের আয়োজন করেছে ভারতীয় হাইকমিশন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় প্রামাণ্যচিত্রটি প্রদর্শনের আয়োজন করা হয়।

প্রামাণ্যচিত্রটি রবীন্দ্রনাথের বিস্তৃত কাজের একটি অংশ এবং কুঠিবাড়িতে অবস্থানকালে তার ভাগ্নি ইন্দিরা দেবীকে লেখা চিঠির অবলম্বনে।
এসময় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন দূরদর্শী, যার প্রভাব সীমানা ও প্রজন্মকে ছাড়িয়ে গেছে। তার গভীর চিন্তাভাবনা, কাব্যিক প্রতিভা এবং শৈল্পিক প্রচেষ্টা মানবতাকে অনুপ্রাণিত ও সমৃদ্ধ করে চলেছে। সাহিত্য, সঙ্গীত এবং দর্শনে তার অবদান বিশ্বে একটি অবিস্মরণীয় ছাপ রেখে গেছে।
প্রণয় ভার্মা ছবিটি নির্মাণের সাথে বাংলাদেশ ও ভারতের শিল্পীদের প্রশংসা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana