শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:২৫ অপরাহ্ন

বৃষ্টিতে ভেসে গেল ভারত-ইংল্যান্ড ম্যাচ

বৃষ্টিতে ভেসে গেল ভারত-ইংল্যান্ড ম্যাচ

বিশ্বকাপের ১৩তম আসর শুরুর আগে প্রতিটি দলের জন্য দুটি করে প্রস্তুতি ম্যাচের সুযোগ রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গতকাল শুক্রবার ভারতের গুয়াহাটিতে শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ২৬৪ রানের টার্গেট তাড়ায় ৪৮ বল হাতে রেখেই ৭ উইকেটের দাপুটে জয়ে প্রস্তুতি জোরদার করে টাইগাররা।

এদিন বাংলাদেশের মতো ভালো প্রস্তুতি হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে। হায়দরাবাদে অনুষ্ঠিত এই ম্যাচে রানের বন্যা বয়ে যায়। দুই দল মিলে করেছে ৬৯১ রান। পাকিস্তান প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩৪৫ রান করে। টার্গেট তাড়ায় ৩৮ বল হাতে রেখেই ৫ উইকেটের দাপুটে জয় পায় নিউজিল্যান্ড।

তবে শুক্রবার তিরুবন্তপুরমে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকা- আফগানিস্তান ক্রিকেট দলের। কিন্তু বৃষ্টির কারণে সেই ম্যাচটি পরিত্যক্ত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana