জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ভোলা জেলা ছাত্রকল্যাণের পক্ষ থেকে শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সোনারগাঁও রয়েল রিসোর্টে ছাত্রকল্যাণের বার্ষিক বনভোজন ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার, বিশেষ অতিথি আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় উপ শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক কাজী আল মাহমুদ টুকু, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মাকসুদুর রহমান মাকসুদ ও সোনারগাও রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্র কল্যাণের সভাপতি রবিউল ইসলাম রবি ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অবু সুফিয়ান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবুল কালাম আজাদ বলেন, তোমরা মেধার সাক্ষর রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছ। তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, যারা রাজনীতি করবে পড়াশোনা পাশাপাশি রুটিন করে রাজনীতি করবে। শুধু রাজনীতি করেই জনগণের সেবা করা যায় না। ভালো আমলাও হতে হবে। তবেই জনগণের জন্য, দেশের জন্য কিছু করা সম্ভব।
সভায় জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজী বলেন, ভোলা জেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখার জন্যেই আমাদের এই ছাত্রকল্যাণ। আজ আমাকে সংবর্ধনা দিয়ে আমাকে সম্মানিত করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা। এই সংগঠনের মাধ্যেমে যেসব শিক্ষার্থীদের আর্থিক সমস্যা রয়েছে আমরা তাদের সহযোগীতা করে থাকি।