মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:১২ পূর্বাহ্ন

টিকেট ছাড়া ট্রেনের ছাদে ভ্রমণ করা যাবে?

টিকেট ছাড়া ট্রেনের ছাদে ভ্রমণ করা যাবে?

আমি নেত্রকোনা থেকে ট্রেনে ঢাকায় যাওয়ার উদ্দেশে টিকেট করার জন্য লাইনে দাঁড়াই। কিন্তু সিরিয়াল আসার আগেই টিকেট শেষ হয়ে যায়। আর টিকেট ছাড়া কোনো যাত্রীকে ট্রেনে উঠানো হয় না। নেত্রকোনা থেকে ঢাকার ভাড়া ১৫০ টাকা। কোনো উপায় না দেখে আরও কয়েকজন মিলে ট্রেনের ছাদে উঠে যাই এবং বিনা খরচে ঢাকা পৌঁছি। এখন আমার প্রশ্ন হলো, এভাবে ট্রেনের ছাদে ভ্রমণ করা আমার জন্য কতটুকু ঠিক হয়েছে এবং আমার ওপর এর ভাড়া আবশ্যক কি না? ভাড়া দিতে হলে কতটুকু দিতে হবে? বিস্তারিত জানালে কৃতজ্ঞ হব।
তারা মিয়া, নেত্রকোনা
উত্তর : প্রশ্নোক্ত অবস্থায়ও বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ করা বৈধ হয়নি। এ ছাড়া ট্রেনের ছাদে ভ্রমণ করাও আইনত নিষিদ্ধ। উভয় ক্ষেত্রেই আইন অমান্য করার কারণে গুনাহ হয়েছে। সরকারের ব্যবস্থাগত এসব বৈধ আইন জনগণের মেনে চলা আবশ্যক। এছাড়া ট্রেনের ছাদে ভ্রমণ করা খুবই বিপজ্জনক। নিজেকে এমন বিপজ্জনক অবস্থার সম্মুখীন করাও জায়েজ নয়। এখন আপনার কর্তব্য হলো, ওই কাজের জন্য তওবা করা এবং ট্রেনে নেত্রকোনা থেকে ঢাকার যা ভাড়া সে মূল্যের স্ট্যান্ডিং টিকেট (আসনবিহীন) ক্রয় করে ছিঁড়ে ফেলা; এতে আপনি ভাড়ার দায় থেকে মুক্ত হয়ে যাবেন। (ইমদাদুল ফাতাওয়া : ৩/৪৪৫)
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana