মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:৫৯ পূর্বাহ্ন
একুশে ডেস্ক:
ইরাকে ভয়াবহ আগুনে অন্তত ১১৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন দেড় শতাধিক। নিহত হতভাগ্যদের মধ্যে বর-কনেও রয়েছেন। তাদের চোখেমুখে যখন নতুন সংসার আর ভালবাসার একটি নীড় রচনার স্বপ্ন, ঠিক তখন আগুনে পুড়ি জীবন দিতে হলো তাদের। বিয়ের আসরেই হলো করুণ মৃত্যু।
তাতে জানানো হয়েছে, এ ঘটনায় পুড়ে যাওয়া আরও কমপক্ষে ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের অর্ধেকের বেশি অংশ পুড়ে গেছে।
এ ঘটনায় বেঁচে যাওয়া ১৭ বছর বয়সী রানিয়া ওয়াদ বলেছেন, অগ্নিকাণ্ডের ঠিক পূর্ব মুহূর্তে বর-কনে স্লো-ড্যান্স করছিলেন। তখনই আতশবাজি ছাদে গিয়ে আঘাত করে। এতে আগুন ধরে যায়।