শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

কিশোরগঞ্জে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের নন গ্রুপের কৃষকদের প্রশিক্ষণ ও বীজ বিতরণ

কিশোরগঞ্জে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের নন গ্রুপের কৃষকদের প্রশিক্ষণ ও বীজ বিতরণ

আমিনুল হক সাদী,কিশোরগঞ্জঃ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরের নন  গ্রুপ কৃষক কৃষাণীদের নিয়ে কিশোরগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার  (২২ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ  একরামপুরের খামার বাড়িতে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  কর্মশালায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপপরিচালক কৃষিবিদ মোঃ আব্দুস সাত্তার।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকার খামার বাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ উইং)  কৃষিবিদ মোঃ জয়নাল আবেদীন। কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি কমকর্তা ফাহিমা আক্তার ফাহিমের পরিচালনায় কর্মশালার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত  উপপরিচালক (পিপি) কৃষিবিদ মাহবুবুর রহমান, অতিরিক্ত  উপপরিচালক (শস্য) আনোয়ার হোসেন,অতিরিক্ত  উপপরিচালক (উদ্যান ) মো: শাহীনুল ইসলাম, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কমকর্তা মো: এমাজ উদ্দিন।পরে অতিথিবৃন্দ প্রশিক্ষনপ্রাপ্ত কৃষক কৃষাণীদের মধ্যে বিনামূল্যে শরিষার বীজ বিতরণ করেন।
এ সময় জেলার কৃষি বিভাগের বিসিএস কর্মকর্তাবৃন্দ, উপসহকারী কৃষি অফিসার, জনপ্রতিনিধি, সাংবাদিক ও কৃষক কৃষানীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana