মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ১২:৩১ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে সন্দেহভাজন পাঁচজনকে অভিযুক্ত করেছে যুক্তরাজ্য। আগামী মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হবে।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেস কোর্টে তাদের বিচার হবে। তারা সবাই বুলগেরিয়ার নাগরিক। ২০২০ সালের আগস্ট মাস থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তারা রাশিয়ার কাছে তথ্য পাচার করেছে।
তাদের বিরুদ্ধে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে তথ্য সংগ্রহ করে রাশিয়ার কাছে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে।