শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ন

মা হওয়ার ঘোষণা দিলেন ঋতাভরী

মা হওয়ার ঘোষণা দিলেন ঋতাভরী

ঋতাভরী চক্রবর্তী বড় পর্দা ও ওটিটি প্ল্যাটফর্ম সবখানেই ব্যস্ত সময় কাটাচ্ছেন। বরাবরই ব্যক্তিজীবন আড়ালে রাখতেই পছন্দ করেন তিনি। টালিউডে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও তিনি নিজে কখনও মুখ খোলেননি। এবার মা হতে যাচ্ছেন ‘ওগো বধূ সুন্দরী’ খ্যাত এই অভিনেত্রী। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন তিনি নিজেই। মা হতে যাওয়ার ঘোষণা দিয়ে ঋতাভরী চক্রবর্তী লেখেন, ‘আমি এবং আমার স্বামী যৌথভাবে ঘোষণা করছি যে, আমি মা হতে যাচ্ছি। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ কামনা করছি।’
এ পোস্ট দেওয়ার পর বিষয়টি নিয়ে হইচই পড়ে গেছে সামজিক যোগাযোগমাধ্যমে। কারণ, ঋতাভরী এখনও অবিবাহিত। এর ফলে প্রশ্ন উঠেছে, এ সন্তানের বাবা কে? যেমনটা হয়েছিল অভিনেত্রী নুসরাত জাহানের ক্ষেত্রে। তবে নেটিজেনদের কেউ কেউ বলছেন, এটি সিনেমার প্রচারের জন্য স্টান্টবাজি। কিন্তু অরিন্দম শীলের মতো গুণী নির্মাতাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। ফলে নেটিজেনদের বড় একটি অংশ দ্বিধায় পড়ে গেছেন।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana