সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১১:৫৫ অপরাহ্ন

পিবিআই কিশোরগঞ্জ কর্তৃক হত্যা রহস্য উন্মোচন, গ্রেপ্তার ১

পিবিআই কিশোরগঞ্জ কর্তৃক হত্যা রহস্য উন্মোচন, গ্রেপ্তার ১

শাহ সারওয়ার জাহান: কিশোরগঞ্জ মডেল থানার রুজুকৃত মামলার রহস্য উন্মোচন করে  তদন্ত প্রতিবেদন  সহ মূল আসামীকে  আটক করতে সক্ষম হয়েছেন  অপরাধ তদন্ত সংস্থা  পিবিআই।

জানাগেছে, কিশোরগঞ্জ  সদরের  নগুয়া এলাকায়  সম্প্রতি আব্দুল আউয়াল(৪৮)এর সন্দেহ জনক খুনের বিষয়টি উদঘাটনের জন্য  পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন  পিবিআই  কিশোরগঞ্জ ইউনিট কিশোরগন্জ মডেল থানার মামলা টি   অধিগ্রহণ করে  মামলার  তদন্ত কাজ শুরু করেন।
পিবিআই কিশোরগঞ্জে ইতিপূর্বে ও বেশকটি  খুনের মামলার চাঞ্চল্যকর  তথ্য উদঘাটন  করে প্রকৃত আসামীকে আইনের সম্মুখীন করেছেন।
 পিবিআই ইউনিট ইনচার্জ পুলিশ সুপার  মোঃ শাহাদত হোসেন (বিপিএম)  এ প্রতিনিধি কে জানান এ  মামলা টিতে পিতা নিহত হয়  ও একমাএ পুএ   রাসেল (২৩) কে  আসামী হিসেবে সনাক্ত করতে  আমাদের ক্রাইম সিন টিম ব্যাপক কাজ করে।  একটি স্পর্শ কাতর মামলার আসামী   রাসেল কে নারায়নগঞ্জের ফতুল্লা থেকে  গ্রেফতার করা হয়।
এ  মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)  মোঃ সখরুল হক খান অপর দুই আসামীকে  অভিযুক্ত করে অভিযোগ পএ দাখিল করেন।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana