মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:৩১ পূর্বাহ্ন

কুলিয়ারচরে  শিশু  বলাৎকার মামলার আসামি গ্রেফতার

কুলিয়ারচরে  শিশু  বলাৎকার মামলার আসামি গ্রেফতার

এম এ হালিম, বার্তাসম্পাদকঃ  কিশোরগঞ্জের কুলিয়ারচরে  লামিম (৪) শিশুকে জোর পূর্বক বলাৎকারের মামলায় সফিকুল ইসলাম নামে কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে  সালুয়া থেকে পুলিশ  লম্পট সফিকুল ইসলাম কে গ্রেফতার করেছে ।  ঘটনাটি ঘটেছে পৌর শহরের  মেরাতলি গ্রামে।  এদিকে শিশুটিকে চিকিৎসার জন্য  সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বতর্মানে শিশুটি ওই হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছে ।  স্থানীয় এলাকাবাসী ও  নির্যাতিত শিশুটির পারিবারিক সূত্রে জানা যায় গত বুধবার সকালে ঘুম থেকে উঠে   লামিম বাড়ির পাশে খেলতে যায়। এ সময়  একই গ্রামের প্রতিবেশী জারু মিয়ার পুত্র  সফিকুল ইসলাম (১৬)  শিশুটিকে নানাভাবে  প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে একটি জঙ্গলে  নিয়ে গিয়ে  জোর পূর্বক বলাৎকার করে পালিয়ে যায় । পরে শিশুটির মলদ্বারে রক্ত ক্ষরণ হয়ে অসুস্থ হয়ে পড়লে   শিশুটির পরিবার তৎক্ষণাৎ  তাকে সৈয়দ নজরুল ইসলাম  মেডিক্যাল কলেজ হাসপাতালে  নিয়ে ভর্তি করেন।  এ বিষযে  কুলিয়ারচর  থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ  গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে জানান,  এ ঘটনায়  শিশু লামিমের বাবা  কাউছার মিয়া বাদী হয়ে  নারী ও  শিশু নিযর্যাতন দমন আইনে  থানায় মামলা দায়ের করেছে । আমরা মামলার আসামি  সফিকুল ইসলাম  কে তার আত্নীয়ের বাড়ি সালুয়া থেকে আজ দুপুরে গ্রেফতার করেছি।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana