মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ১২:১০ পূর্বাহ্ন

আপনার জিজ্ঞাসা জুমার নামাজ পেতে তায়াম্মুম করা যাবে?

আপনার জিজ্ঞাসা জুমার নামাজ পেতে তায়াম্মুম করা যাবে?

আমি গত সপ্তাহে জুমার দিন সকালে ঢাকা থেকে বাড়ি ফেরার উদ্দেশে রওনা হই। রাস্তায় জ্যাম থাকার কারণে পৌঁছতে দেরি হয়। আমাদের গ্রামে পৌঁছে দেখি, জুমার নামাজ প্রায় শেষের দিকে। ওজু করে আসতে আসতে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেন। পরে আমি একাকী দুই রাকাত জুমার নামাজ আদায় করে নিই। জানার বিষয় হলো-১. এমন ক্ষেত্রে জুমার জামাত পাওয়ার উদ্দেশ্যে তায়াম্মুম করার কি সুযোগ আছে? ২. এ ক্ষেত্রে একাকী আদায় করার দ্বারা আমার জুমার নামাজ কি আদায় হয়েছে?
নাফিস কুমিল্লা
উত্তর : আপনার প্রশ্ন দুটির উত্তর হচ্ছে-১. জুমার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা হলেও তায়াম্মুম করা সহিহ নয়, বরং ওজু করাই জরুরি। ওজু করে এসে জামাত না পাওয়া গেলে জোহর পড়তে হবে। জামাত ছুটে যাওয়ার আশঙ্কায় তায়াম্মুম করে জুমা পড়লে আদায় হবে না (কিতাবুল আসল : ১/৩০৬)। ২. না, আপনার উক্ত জুমার নামাজ আদায় হয়নি। কারণ জুমার নামাজের জন্য জামাত শর্ত। একাকী জুমার নামাজ পড়লে আদায় হয় না। প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু জুমা পাননি এবং তখন আপনি মুকিম ছিলেন তাই সে সময় আপনার ওপর জরুরি ছিল চার রাকাত জোহর আদায় করা। কিন্তু তা যেহেতু আপনি আদায় করেননি, তাই এখন আপনাকে চার রাকাত জোহরের কাজা পড়ে নিতে হবে। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, ‘কেউ জুমা (জামাতের কিছু অংশ) পেয়ে গেলে তার নামাজ দুই রাকাত (অর্থাৎ এ ক্ষেত্রে সে জুমার নামাজ দুই রাকাত পূর্ণ করবে)। আর জুমার জামাত না পেলে চার রাকাত (জোহরের নামাজ) পড়বে।’ (বাদায়েউস সানায়ে : ১/৫৯৭)
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana