শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম, কিশোরগঞ্জ (পাকুন্দিয়া) প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশ বুধবার গভীর রাতে এক অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা সহ ইমরান হোসেন রাব্বী (২০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এই ঘটনায় পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।
পুলিশ গ্রেফতারকৃত মাদক বিক্রেতা ইমরান হোসেন রাব্বিকে আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করেছে। গ্রেফতারকৃত রাব্বি উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরদেওকান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায় উপজেলা চরদেওকান্দী ও থানারঘাট এলাকায় পাকা রাস্তার উপর রাত্রীকালীন রন পাহাড়া ডিউটিরত অবস্থায় একটি সপিং ব্যাগের ভিতরে রক্ষিত ৫০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন জানান এই ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।