শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম, কিশোরগঞ্জ (পাকুন্দিয়া) প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, প্রশাসনের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে চুরি, জোয়া, কিশোর গ্যাং, মাদক ও বহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বাহাদিয়া পাঠান বাড়ীর ঘাটে আনলোড করে তা বন্ধ করার দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। এছাড়াও পৌর সদর বাজারে যানজট নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ইনচার্জ ও পৌর মেয়রকে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়।