শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:২৫ অপরাহ্ন

বিতর্কিত পোস্টে সমর্থন করে ফেসবুক পেজ হারালেন মিরাজ

বিতর্কিত পোস্টে সমর্থন করে ফেসবুক পেজ হারালেন মিরাজ

তানজিম হাসান সাকিবের করা বিতর্কিত পোস্টে সমর্থন জানানোর একদিন পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ হারালেন তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

রাতে নিশ্চিত করলেও এখন অবশ্য মিরাজের পেজ গায়েব। নিজে ‘আনপাবলিশড’ করেছেন নাকি অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হয়েছে সেটি আর জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, মিরাজের পেজটি হয়তো রিপোর্ট করে ব্লক করে দেওয়া হয়েছে।

এশিয়া কাপে ভারতের বিপক্ষে অভিষেকে দুর্দান্ত পারফরম্যান্স করা তরুণ পেসার তানজিম সাকিবের পাশে দাঁড়িয়ে যখন পোস্ট দিয়েছিলেন তখন মিরাজের সেই পোস্ট নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক মন্তব্য হয়।
এরপর কয়েক ঘণ্টার মধ্যে তিনি পোস্টটি মুছে ফেলেন। সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা রিপোর্ট করার কারণে হয়তো তাকে ব্লক করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana