শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
উপহার, উপঢৌকন বা হাদিয়া নিতে কার না ভালো লাগে; কিন্তু উপহার নিয়েই বিপদে পড়েছেন জাতীয় দলে সাবেক হয়ে যাওয়া তারকা অলরাউন্ডার নাসির হোসেন।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী ২.৪.৩ ধারায় অভিযোগ করে। দুর্নীতির তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাকে (ডিএসিও) ৭৫০ ডলারের বেশি মূল্যের উপহার নেওয়ার বিষয়টি খোলাসা করতে ব্যর্থ হয়েছেন তিনি।
নাসির হোসেন ২০১১ সালের ১৪ আগস্ট থেকে ২৫ জানুয়ারি ২০১৮ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ৬৫টি ওয়ানডে, ৩১টি টি-টোয়েন্টি আর ১৯টি টেস্ট ম্যাচে অংশ নিয়েছেন। ব্যাট হাতে দুটি সেঞ্চুরি আর ১৪টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেন ২ হাজার ৬৯৫ রান। আর বল হাতে আন্তর্জাতিকে ১১৫ ম্যাচে অংশ নিয়ে শিকার করেন ৩৯ উইকেট।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া এই তারকা ক্রিকেটার এখন নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছেন।