অনলাইন ডেস্ক:
ময়মনসিংহের কোতোয়ালী থানা পুলিশের অভিযানে তানজিল মিয়া (২৫) হত্যা মামলার রহস্য উদঘাটন ও প্রধান আসামি মোঃ শরীফ মিয়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে তারাকান্দায় পরকিয়া প্রেমের জের ধরে বাবুল মিয়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ প্রধান দুই আসামি গার্মেন্টসকর্মী মোছাঃ সখিনা বেগম (৩৫) ও তার স্বামী রাজমিস্ত্রী মোঃ শাহজাহান মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।
পুলিশ সুপার জানান, গত ৪ সেপ্টেম্বর জেলার কোতোয়ালী মডেল থানার চকনজু গ্রামে মির্জা পার্কের পূর্ব পাশে মির্জা মঞ্জুরুল হকের পুকুরে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পাওয়া যায়। পরে স্থানীয়ভাবে দেওয়া তথ্য নিয়ে প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত সন্দেহে ফুলপুর উপজেলার মোকামিয়া পূর্বপাড়া গ্রামের মোঃ শরীফ মিয়াকে নরসিংদী জেলার শিবপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।
পুলিশ সুপার আরও জানান, ফুলপুর উপজেলার ধলি গ্রামের জালাল উদ্দিনের পুত্র নিহত তানজিল মিয়া (২৫) ও আসামি মোঃ শরীফ মিয়া একত্রে বিভিন্ন সময়ে একসাথে বিভিন্ন ধরনের চুরি করত। চোরাই মালের ভাগ বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে কলহ ছিল। এরই জের ধরে গত ৩ সেপ্টেম্বর ভালুকা থানার সীডষ্টোর এলাকা থেকে আসামি শরিফসহ আরো একজন তানজিলকে হত্যার উদ্দেশ্যে কোতোয়ালী থানার চুরখাই এলাকায় নিয়ে আসে। সেখানে একত্রে মাদক সেবন করার এক পর্যায়ে শরীফ মিয়া কোমরের বেল্ট দিয়ে তানজিল মিয়াকে গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ মির্জা মঞ্জুরুল হকের পুকুরে ফেলে রেখে চলে যায়।