সোমবার, ১৬ Jun ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

ব্রিকসের সদস্যপদ চায়নি বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ব্রিকসের সদস্যপদ চায়নি বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ব্রিকসের সদস্যপদ অর্জনের চিন্তা মাথায় নিয়ে এবারের সম্মলেনে বাংলাদেশ অংশ নেয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলন পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

সম্মেলনে একাধিক রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক হলেও কারো সঙ্গে এ ব্যাপারে কোনো আলাপ হয়নি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানোর সময় জানিয়েছিলেন, এবারের সম্মেলনে সদস্যসংখ্যা বাড়ানো হবে। তবে, ব্রিকস সম্মেলনে যোগ দিয়েই সদস্যপদ নেওয়ার চিন্তা আমাদের মাথায় ছিল না। আমরা সেই চেষ্টাও করিনি।  বরং ব্রিকসের সদস্যপদ প্রাপ্তির চেয়েও নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিতে বেশি আগ্রহী ছিল বাংলাদেশ, যোগ করেন প্রধানমন্ত্রী।
বিরোধী দলের পক্ষ থেকে ব্রিকসের সদস্যপদ নিয়ে করা অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কিছু চেয়ে পাবে না, এটা ঠিক না। বিএনপি আমলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কোনো অবস্থান ছিল না। বাংলাদেশ ছিল দুর্ভিক্ষের দেশ, ঝড়ের দেশ, ভিক্ষার দেশ। এখন বাংলাদেশ সেই অবস্থানে নেই। প্রত্যেক কাজের একটি নিয়ম থাকে, আমরা নিয়ম মেনে কাজ করব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana