মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:০৬ পূর্বাহ্ন

সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট, কিশোরগঞ্জে ছাত্রলীগের সাত নেতাকে অব্যাহতি

সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট, কিশোরগঞ্জে ছাত্রলীগের সাত নেতাকে অব্যাহতি

কিশোরগঞ্জ প্রতিনিধি :
মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট করায় কিশোরগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটের সাত নেতাকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ।
শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ ওমান খান এর যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নীতি-আদর্শ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এ সাত ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়।
অব্যাহতি পাওয়া সাত ছাত্রলীগ নেতা হলেন কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া রাজু, রাকিব চৌধুরী ও ওয়াসিম খান এবং যুগ্মসাধারণ সম্পাদক মো. নাহিদ হাসান, পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন, একই উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. নাছির এবং একই উপজেলার বুরুদিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদ মো. রাকিব আল হাসান ডেবিড রাকিব।সেই সাথে তাদেরকে স্থায়ী বহিষ্কার করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদে সুপারিশ করা হয়েছে বলেও জানানো হয় প্রেসবিজ্ঞপ্তিতে।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন জানান, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে স্ট্যাটাস ও ছবি পোস্ট করার বিষয়টি প্রমাণিত হওয়ায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের এক সিদ্ধান্তে এই সাতজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana