এম এ হালিম, বার্তা সম্পাদক: কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিমান ভারতীয় প্রসাধনীসহ ১ চোরা কারবারি কে গ্রেফতার করেছে র্যাব। সে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কাটখাল গ্রামের ইস্কাদার আলীর পুত্র কবির হোসেন (৩৮) । গ্রেফতার কৃতের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ভৈরব থানায় মামলা দায়ের করেছে । র্যাব -১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ১০ টার দিকে ভৈরব লঞ্চঘাট থেকে ভারতীয় প্রসাধনী ৪২ পিছ Indian NIVEA MEN Dark Spot Reduction Face Wash (২) ৬০৭৬ প্যাকেট Indian Therapy MANGO Fashion Herbs ক্রিম (৩) ৬৯৮৬ প্যাকেট Indian GOLD bleach Fashion Herbs ক্রিম (৪) ০১ টি পুরাতন বাটন ফোন উদ্ধার করে জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ১১,৫০,০০০/- (এগার লক্ষ পঞ্চাশ হাজার) টাকাসহ কবির হোসেন কে গ্রেফতার তরা হয়। গ্রেফতার কৃত কবির হোসেন দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রী দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেন।
উদ্ধারকৃত ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।