মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:৩৪ পূর্বাহ্ন

ভৈরবে নানা আয়োজনে শহীদ আইভি রহমানের ১৯ তম মৃত্যু বার্ষিকী পালিত

ভৈরবে নানা আয়োজনে শহীদ আইভি রহমানের ১৯ তম মৃত্যু বার্ষিকী পালিত

এম এ হালিম,  ভৈরব  বার্তাসম্পাদক:  ২১ আগষ্ট,গ্রেনেড হামলায় নিহত শহীদ  আইভি  রহমানের ১৯ তম মৃত্যু বার্ষিকী ভৈরবে পুষ্পস্তবক, কালো ব্যাজ ধারণ,দোয়া মাহফিল  ও আলোচনাসভাসহ নানা আয়োজনে  পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে সকালে  শহীদ আইভি রহমানের ম্যুরালে আওয়ামী লীগ ও দলীয়  অঙ্গ সংগঠন,স্থানীয়  প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন  সামাজিক সাংস্কৃতিক  সংগঠনের পক্ষ থেকে  আইভি রহমানের ম্যুরালে পুষ্প স্তবক অর্পণ করেন। এছাড়া ও উপজেলা  আওয়ামী লীগ  দলীয়  কার্যালয়ে আলোচনা সভা,  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । এছাড়াও  শহীদ আইভি  রহমানের  নিজ গ্রাম শহীদ আইভি- ফরিদ ও মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের  উদ্যোগে আইভি রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন বিদ্যালয়ের শিক্ষক  – শিক্ষার্থী  ও পরিচালনা পর্ষদ।  এ সময়   বক্তব্য  রাখেন বিদ্যালয় পরিচালনা  পর্ষদের সভাপতি ও উপজেলা  যুবলীগের  যুগ্ন আহবায়ক  মোঃ ইকবাল হোসেন, অভিভাবক সদস্য ও ওয়াড আওয়ামী লীগের সাধারন সম্পাদক  মোঃ শাহেদ আলী, ও অভিভাবক সদস্য মোসাদ্দেক আহমদ,  নিলুফা বেগম,  প্রধান শিক্ষক  আঃ ছাদেক প্রমূখ। এর আগে  আওয়ামী লীগ  দলীয় কার্যালয়ে বক্তব্য রাখেন,   কিশোরগঞ্জ  জেলা পরিষদের সাবেক  প্যানেল চেয়ারম্যান  মির্জা সোলাইমান,  সাবেক রাষ্ট্রপতি জিল্লুর  রহমানের এপি এস সাখাওয়াত উল্লাহ, উপজেলা  আওয়ামী লীগের সাধারন সম্পাদক  জাহাঙ্গীর আলম  সেন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি  এস এম বাকি বিল্লাহ, সাধারন সম্পাদক  আতিক আহমেদ সৌরভ  প্রমূখ। এ সময় বক্তারা বলেন, ২১ শে আগষ্টে মাষ্টার মাইন্ড  তারেক জিয়ার পত্যক্ষ ও পরোক্ষ মদদে গ্রেনেড হামলা  হয়েছিল । তারা চেয়েছিলেন ১৫ আগষ্টের মতো আওয়ামী লীগ  কে নিশ্চিহ্ন করতে । তাই তারেক জিয়াসহ  গ্রেনেড হামলায় জড়িতদের  ফাঁসির দাবি  জানান তারা।
 পরে আলোচনা সভা  ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana