মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:৩৩ পূর্বাহ্ন

ব্রিকসের নতুন সদস্য হিসেবে ৬ দেশের নাম ঘোষণা

ব্রিকসের নতুন সদস্য হিসেবে ৬ দেশের নাম ঘোষণা

একুশে ডেস্ক:
ব্রাজিল, ভারত, চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত বৈশ্বিক জোট ব্রিকসের সদস্য হিসেবে নতুন ছয় দেশের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার জোটের শীর্ষ সম্মেলনে নতুন সদস্য দেশগুলোর নাম ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। আমন্ত্রণের ভিত্তিতে ২০২৪ সালের ১ জানুয়ারি দেশগুলো ব্রিকসে আনুষ্ঠানিকভাবে যোগদান করবে। নতুন পূর্ণ সদস্য পাওয়া দেশগুলো হলো— মিসর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব।
এর আগে বাংলাদেশ সহ প্রায় ৪০টির মতো দেশ ব্রিকসে যোগ দেওয়ার আবেদন জানিয়েছিল। মঙ্গলবার (২২ আগস্ট) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুরু হওয়া তিন দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। এবারের সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ছাড়া বাকি চার দেশের সরকারপ্রধানগণ সশরীরে উপস্থিত ছিলেন।

বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট হলো— ব্রিকস। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ (সাউথ) আফ্রিকার আদ্যক্ষরে এর নামকরণ। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যোগ দেওয়ার আগে এটি ব্রিক নামে পরিচিত ছিল, যা ২০০১ সালে যাত্রা শুরু করে। এর সদর দফতর চীনের সাংহাইয়ে। এবার ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা।
এ সম্মেলনের আগে জোটে সদস্য বাড়ানো নিয়ে ব্রিকসের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেয়। তবে পরে এ নিয়ে একমত হন জোটটির নেতারা। ব্রিকস সম্মেলনে এবার যোগ দিয়েছেন বিশ্বের ৫০ দেশের প্রধান। ২০৫০ সাল নাগাদ বিশ্ব অর্থনীতিতে আধিপত্য বিস্তারের লক্ষ্যে গঠিত এই জোটের লক্ষ্য— বিশ্ব শান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও সহযোগিতা। এ ছাড়া মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চায় ব্রিকস। চলতি বছরের শুরু থেকেই ব্রিকসে বাংলাদেশের যোগ দেয়ার বিষয়ে আলোচনা শুরু হয়। কিন্তু নির্বাচনকে সামনে রেখে এবার ব্রিকসে যোগ দিচ্ছে না বাংলাদেশ। তবে কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, নির্বাচন শেষে আবারও ব্রিকসে যোগ দেয়ার বিষয়ে গুরুত্বারোপ করবে বাংলাদেশ।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana