মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ১২:২৩ পূর্বাহ্ন
বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের নীল চোখে মুগ্ধ হয়নি এমন লোকের দেখা মেলা ভার। তার এই চোখের রহস্যের কথা জানালেন মহারাষ্ট্র সরকারের (বিজেপি) মন্ত্রী বিজয় কুমার গাভিট। নিয়মিত মাছ খেয়ে ঐশ্বরিয়া ওই সুন্দর চোখের অধিকারী হয়েছেন বলে দাবি করেছেন মন্ত্রী। কয়েক দিন আগে নিজের বিধানসভা কেন্দ্র নন্দুরবারে গিয়েছিলেন বিজয় কুমার গাভিট। সেখানে একটি জনসভায় বক্তব্যকালে বিশ্বসুন্দরীর চোখের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।
তিনি আরও বলেন, মাছের শরীরে এক ধরনের তেল থাকে। সেই মাছ খেলেই ঐশ্বরিয়ার মতো চোখ ও ত্বক পাওয়া যায়।
মন্ত্রী বলেন, আপনারা অবশ্যই ঐশ্বরিয়ার চোখ দেখেছেন। কী সুন্দর তার চোখ। তিনি কর্ণাটকের ম্যাঙ্গালোরের উপকূলবর্তী এলাকায় বড় হয়েছেন। তিনি রোজ মাছ খেতেন। সে কারণেই তার চোখ এত সুন্দর। যদি যুব সম্প্রদায় রোজ মাছ খেতে শুরু করেন তবে তাদেরও সুন্দর দেখাবে। তারাও মেয়েদের মন জয় করতে পারবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে মন্ত্রীর এমন বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে। মন্তব্যের ঘরে মজার মজার কথা লিখেছেন নেটিজেনরা। পাশাপাশি একাধিক রাজনৈতিক নেতার কটাক্ষের মুখেও পড়েছেন গাভিট।