শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৫ অপরাহ্ন

বাংলাদেশ স্কাউটের প্রেসিডেন্ট এওয়ার্ড পেয়েছে সরযূ বালা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী তাহসিন ইসলাম রাফা

বাংলাদেশ স্কাউটের প্রেসিডেন্ট এওয়ার্ড পেয়েছে সরযূ বালা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী তাহসিন ইসলাম রাফা

স্টাফ রিপোর্ট: বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ জাতীয় পুরস্কার “প্রেসিডেন্ট এওয়ার্ড” পেয়েছে কিশোরগঞ্জ সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি-শিক্ষার্থী তাহসিন ইসলাম রাফা। এছাড়াও সে আন্তর্জাতিক পর্যায়ে কুরিয়ায় অনুষ্ঠিত ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরিতে কিশোরগঞ্জ জেলা থেকে একমাত্র স্কাউট সদস্য হিসেবে অংশগ্রহণ করেছে।
কোরিয়ায় অনুষ্ঠিত ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরি-২০২৩ এ অংশগ্রহণ করায় তাহসিন ইসলাম রাফাকে সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ইউনিট কর্তৃক অভিনন্দন ও “গার্ল-ইন স্কাউটিং” স্মারক প্রদান করা হয়।
এ উপলক্ষে গত ২০আগস্ট অভিনন্দন ও স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট ঢাকা অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার এড.আহসানুল মোজ্জাকির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা স্কাউট সম্পাদক মোঃ আব্দুল আউয়াল মুন্না ও জেলা স্কাউট’র সহকারি কমিশনার মো: কামরুজ্জামান।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana