বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০২ অপরাহ্ন

কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মাইজভাণ্ডারী ভক্ত

কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মাইজভাণ্ডারী ভক্ত

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।
রবিবার, ২০ অগাস্ট দুপুরে সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে
আহতরা নেত্রকোণার কলমাকান্দার সদর ইউনিয়ন ও রংগাতিসহ বিভিন্ন গ্রামের বাসিন্দা মাইজভাণ্ডার শরীফের ভক্ত।
জানা গেছে, চট্রগ্রামের ফটিকচড়ির মাইজভাণ্ডার শরীফ থেকে ৬০ জন ভক্তের একটি কাফেলা ইমাম পরিবহনের বাসে করে নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ফিরছিল। পথিমধ্যে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের রশিদবাদ ইউনিয়নের সামনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে যায়। এই ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
আহতদের কিশোরগঞ্জ ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনায় সাথে সাথে স্থানীয়রা প্রাথমিকভাবে বাসের উদ্ধার কাজে অংশ নেয়, পরে খবর পেয়ে উদ্ধার কাজে যুক্ত হয় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী জানান, আমরা খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করি। রবিবার বিকেল ৫টা পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান শেষ করি। এ ঘটনায় বেশ কিছু যাত্রী আহত হলেও কেউ নিহত হননি।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana