সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১১ অপরাহ্ন
একুশে ডেস্ক:
এ বছর এশিয়া কাপ এবং আইসিসি ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। বাইশ গজের এ মহাযুদ্ধ ঘিরে ভক্ত, খেলোয়াড় ও বিশেষজ্ঞরা তাদের মতামত জানাচ্ছেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকে নিয়ে কটাক্ষ করেছেন পাকিস্তানের প্রাক্তন অভিজ্ঞ বোলার আকিব জাভেদ।
আকিব জাভেদ বলেন, ‘বাবর আজম অবশ্যই রোহিত শর্মার চেয়ে ভালো অধিনায়ক। বাবর সম্মান অর্জন করেছেন এবং দলে তিনি যেভাবে পারফর্ম করছেন তা দেখার মতো। আমি নিশ্চিত ভারতের ক্রিকেট ভক্তরা নিশ্চয়ই ভাবছেন কেন রোহিত অধিনায়ক।’
আকিব জাভেদ আরও বলেন, ‘বিরাট কোহলি বাবর আজমের মতো ধারাবাহিক নন। কোহলির ধারাবাহিকতা টুকরো টুকরো হয়ে গেছে। কিন্তু বাবর অধিনায়কত্ব নিয়ে আধিপত্য বিস্তার করেছেন।’