বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩২ অপরাহ্ন

ঋণ দিয়ে কমিশন নেওয়া যাবে?

ঋণ দিয়ে কমিশন নেওয়া যাবে?

আমার চাচাতো ভাই এক কোম্পানির ডিলার। কোম্পানি তাকে অফার করেছে, পণ্যের মূল্য বাবদ কোম্পানিকে এক লাখ টাকা অগ্রিম দিলে কোম্পানি তাকে ছয় হাজার টাকা কমিশন দেবে। এখন তার কাছে কোম্পানিকে দেওয়ার মতো ৮০ হাজার টাকা আছে। তাই সে আমাকে বলেছে, তুমি আমাকে ২০ হাজার টাকা দাও। যাতে আমি কোম্পানিকে ১ লাখ টাকা পুরো করে দিতে পারি। আর এ জন্য কোম্পানি আমাকে যে ৬ হাজার টাকা কমিশন দেবে তা থেকে তোমাকে ২ হাজার টাকা দেব। তার কথামতো আমি তাকে ২০ হাজার টাকা দিই। এখন আমার দেওয়া ২০ হাজার টাকার অতিরিক্ত ২ হাজার টাকা নেওয়া বৈধ হবে কি না?
শাফায়াত ময়মনসিংহ
উত্তর : প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনি কোম্পানির ডিলারকে যে চুক্তিতে ২০ হাজার টাকা দিয়েছেন শরিয়তের দৃষ্টিতে এটি আসলে ঋণ। তাই এ ক্ষেত্রে যে পরিমাণ টাকা আপনি তাকে দিয়েছেন শুধু ওই পরিমাণ টাকাই তার থেকে ফেরত নিতে পারবেন। এর অতিরিক্ত কিছু নিলে তা সুদের অন্তর্ভুক্ত হবে, যা সুস্পষ্ট হারাম। (আলমুহিতুল বুরহানি : ১০/৩৫১; ফাতহুল কাদির : ৬/৩৫৫; আলবাহরুর রায়েক : ৬/১২২)
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana