শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন
অভিনেত্রী শাবনাজ ও তাহমিনা সুলতানা মৌয়ের মা মারা গেছেন। তাদের মা আঞ্জুমান নাহার আজ বেলা ১টা ৩৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন শাবনাজের স্বামী অভিনেতা নাঈম।
আঞ্জুমান নাহারের জন্ম বরিশালে। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক কাজের সঙ্গে জড়িত ছিলেন। ছিলেন একজন বৃক্ষপ্রেমীও। ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে জড়িত ছিলেন।
নাঈম বলেন, ঢাকায় তার জানাজা শেষে আজই লাশ নিয়ে বিক্রমপুর যাব। সেখানে মাগরিবের পর দ্বিতীয় জানাজা শেষে আমার শ্বশুরের কবরের পাশেই তাকে দাফন করা হবে। তাদের জন্য সবার কাছে দোয়া চাই।
আঞ্জুমান নাহারের স্বামী তিতাস গ্যাসের উচ্চপদস্থ কর্মকর্তা এসএম হুমায়ূন নাট্যচক্রের আজীবন সদস্য ছিলেন।
মাকে হারিয়ে বাকরুদ্ধ অভিনেত্রী শাবনাজ ও মৌ। কেউই কথা বলতে পারলেন না। তারা সবার কাছে মায়ের জন্য দোয়া চাইলেন। তিন বোনের মধ্যে শাবনাজ সবার বড়, মেজো সোনিয়া ও সবার ছোট তাহমিনা সুলতানা মৌ।