সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৭ অপরাহ্ন
চলতি মাসে পাকিস্তানে শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সেই দলে নেই সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
মাহমুদউল্লাহ এশিয়া কাপের দল থেকে বাদ পড়ে যাওয়ায় তাকে দলে ফেরানোর দাবিতে ভক্ত-সমর্থকরা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মূল ফটকের সামনে মানববন্ধন করেছেন।
ভক্ত-সমর্থকদের নিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘একটা সময় মাহমুদউল্লাহ ছিলেন না। সেও কারও জায়গায় স্থলাভিষিক্ত হয়েছিল। যারা তখন বাদ পড়েছে তাদের কাছেও খারাপ লেগেছে। তাদের দর্শক যারা ছিল, তারাও তখন খারাপ বোধ করেছে। এখন যারা মাহমুদউল্লাহর জন্য আন্দোলন করছে বা বলছে তাকে ফেরানোর জন্য, এটাও ওই একই ব্যাপার। একই জিনিস।’
বিসিবি পরিচালক আরও বলেন, ‘একটা ব্যাপার যেটি বললাম, যেহেতু এক সময় মাহমুদউল্লাহ দলে এসেছিলেন, একটা সময় নিয়ম অনুযায়ী দল থেকে বাদ পড়বেন। দুঃখজনক হলেও এটা সত্য। এটাই নিয়ম। পৃথিবীর নিয়ম এভাবেই চলে। সেই নিয়মে তার বাদ পড়া। তো দুঃখ লাগবে, খারাপ লাগবে তার মতো অভিজ্ঞ খেলোয়াড় আমাদের এখানে নেই।’