শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন

ওজুর পর নখ কাটা

ওজুর পর নখ কাটা

অনেকের মনে প্রশ্ন জাগে, ওজু করার পর নখ কাটলে কি পুনরায় ওজু করতে হবে? কেউ যদি ওজুর পর নখ কাটে এবং সে অবস্থায় নামাজ পড়ে, তা হলে পুনরায় নামাজ পড়তে হবে?
আসলে ওজুর পর প্রস্রাব-পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলে ওজু ভাঙে, রক্ত বের হলে ওজু ভাঙে; কিন্তু চুল-নখ কাটলে ওজু ভাঙে না। ওজুর পর নখ কাটা হলে তা নতুন করে ধৌত করারও প্রয়োজন নেই। এ কারণে ওজুর কোনো ক্ষতি হয় না। তাবেয়ি ইউনুস (রহ.) বলেন, হাসান বসরি (রহ.)-কে জিজ্ঞাসা করা হলো, ওজুর পর চুল ও নখ কাটলে (পুনরায় ওই স্থান ধোয়া বা ওজু করা) কী আবশ্যক? তিনি বললেন, কোনো কিছুই আবশ্যক নয়। (খুলাসাতুল ফাতাওয়া : ১/১৮)

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana