মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

দুই ভাই

কতবার করে বলার পরও ছাতাটা নিলই না ছোট্ট আদর বাবু। আদর আসলেও এ বাড়ির সবার আদুরে ছেলে। তাই তো কাউকে সে কোনো তোয়াক্কাই করে না। এই যেমন মা কত করে বললেন ছাতাটা নিয়ে যাও বাবা। কানেই নিল না সে কথা। এমনকি বাবার কথাও না শুনে সোজা স্কুলের দিকে হাঁটা দিল। আরও বলল, ‘বললাম না বৃষ্টি আসবে না।’ ছেলের এমন আমপাকা কথায় কিছুই বলার ছিল না বাবা-মায়ের।
যদিও বড় ভাই আদি বেশ জোরেশোরেই বলল, ‘দাঁড়াও আমিও স্কুলে যাব।’ কিন্তু ও কোনো কথা শুনতে রাজি না। কারণ সে যাবে তার বন্ধুদের সঙ্গে। তা ছাড়া আদর আবার বরাবরই তার ভাইয়ার চাইতে লেখাপড়াতে ভালো। তাই ভাইয়ার সঙ্গে না যেয়ে মেধাবী বন্ধুদের সঙ্গে স্কুলে যাওয়ার পথ ধরল।
আদির মনটা এতে অবশ্য একটু খারাপ হলো। কিন্তু আদির মা আবার সেটা বুঝতে পেরে, ছেলেকে বুঝিয়ে-শুনিয়ে স্কুলে পাঠালেন।
আদরের ক্লাস সবসময় আদির চাইতে আগেভাগেই ছুটি হয়। আজও ঠিক বারোটার সময় ছুটি হলো। কিন্তু এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। এমনিতেই এখন আবার শ্রাবণ মাস। তাই তো আদর আর বাসায় যেতে পারছে না। কারণ ওর কাছে তো কোনো ছাতা নেই। ওদিকে ওর সব বন্ধুতো ঠিকই ছাতা এনেছে। ওরা একে একে সবাই ছাতা নিয়ে বাসায় চলে গেল। এদিকে আদর ছাতা না এনে যে মস্ত বড় ভুল করেছে, সেটা ভেবে সে মন খারাপ করে বসে রইল।
এভাবে ঠিক একটা পেরিয়ে যখন দুইটা, তখন আদরের পেটে খুব খিদে লেগেছে। ও আবার খিদে মোটেই সহ্য করতে পারে না। বাসায় তো ঠিক একটার দিকে ওর মা ওকে গোসল করিয়ে, মুখে ক্রিম এবং মাথায় তেল মাখিয়ে প্লেটে মাছের পেটিটা বা মাংস দিয়ে ভাত খাইয়ে দেয়। কিন্তু আজ তো বৃষ্টির জন্য যেতেই পারল না। এবার ফুঁপিয়ে ফুঁপিয়ে আবারও কাঁদতে শুরু করল আদর।  আর ভাবছে, ইশ কেন যে ছাতাটা আনলাম না।
ঠিক সেই সময় পেছন থেকে কে যেন ওর মাথায় হাত রাখল। আদর মাথা ঘুরিয়ে দেখল ওর ভাই আদি। আদি ওর হাতে একটি ছাতা দিয়ে বলল, ‘নাও ছাতাটা হাতে নাও। বাসায় চলো।’
আদর ফ্যাল ফ্যাল করে মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, তুমি যাবে কীভাবে ভাইয়া?
আমারটা আমার কাছে আছে। এটা আমি মায়ের কাছে বলে তোমার জন্য নিয়ে এসেছি।
কথাটা শোনার সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠল আদর। আর দেরি না করে ভাইয়াকে জড়িয়ে ধরে আরও জোরে কাঁদতে লাগল সে। বলল, ‘ভাইয়া আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে ফেলে চলে আসলাম। আর তুমি আমার জন্য ছাতা নিয়ে আসলে। ভাইয়া তুমি খুব ভালো। আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। তুমি আমাকে মাফ করে দাও।’
তখন আদি ওর ছোট ভাই আদরকে বলল, ‘আমি মোটেই রাগ করিনি সোনা ভাই আমার। এখন বাসায় চলো।’
তারপর দুই ভাই দুই ছাতা হাতে হাসতে হাসতে বাসায় মায়ের কাছে ফিরে এলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana