মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট:
শেরপুরে পুলিশের বাধার কারণে সোমবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করতে পারেনি বিএনপি। সমাবেশ হয়েছে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের গৃদানারায়ণপুরের বাসায়।
এ সময় জেলা বিএনপির সভাপতির বাসার প্রবেশ পথে এবং আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল অভিযোগ করে সাংবাদিকদের বলেন, আমরা সোমবার দুপুর ১২টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে যে প্রতিবাদ সমাবেশ করতে চেয়েছিলাম পুলিশের বাধার কারণে তা করতে পারিনি। আমরা বাধ্য হয়ে তাৎক্ষণিকভাবে আমার বাসভবন প্রাঙ্গণে বক্তব্য রেখে শান্তিপূর্ণ সমাবেশ শেষ করেছি। আমরা চাই না শান্তিপূর্ণ শেরপুরকে অশান্ত করতে।