সোমবার, ১২ মে ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

রাবিতে ভর্তি ১ আগস্ট, ক্লাস ২৫ সেপ্টেম্বর

রাবিতে ভর্তি ১ আগস্ট, ক্লাস ২৫ সেপ্টেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তি শুরু হবে আগামী ১ আগস্ট। মাসব্যাপী এ ভর্তি কার্যক্রম চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ২৫ সেপ্টেম্বর থেকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- চলতি বছরের গত ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি শুরু হবে ১ আগস্ট এবং শেষ হবে ১ সেপ্টেম্বর। এছাড়া ক্লাস শুরু হবে ২৫ সেপ্টেম্বর থেকে।

উল্লেখ্য, গত ২৯ থেকে ৩১ মে রাবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে লিখিত ও ব্যবহারিক পরীক্ষাসহ সব ইউনিটের ফল প্রকাশ, বিষয় পছন্দক্রমের প্রক্রিয়া শেষ হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana