শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:১১ অপরাহ্ন
মোঃ জোনায়েদ হোসেন ,সিনিয়র স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের কটিয়াদীতে মোঃ খোকন মিয়া (৩৮)কে ১৫০পিস ইয়াবাসহ আটক করেছে কটিয়াদী থানা পুলিশ।
বৃহস্পতিবার ২২ জুন কটিয়াদী উপজেলার সরারচর রোডের লালীবাড়ি মোড় এলাকা থেকে ইয়াবা বিক্রয় করার সময় তাকে আটক করা হয়৷ মোঃ খোকন মিয়া জেলার কটিয়াদী উপজেলার পূর্ব চারিপাড়া এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মো: খোকন মিয়া জেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রয় করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো: দুলাল মিয়া ও তার সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে কটিয়াদী থানার সরারচর রোডের লালীবাড়ি মোড় এলাকায় ১৫০ পিস ইয়াবা বিক্রির সময় তাকে হাতে নাতে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কটিয়াদী থানাসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন। এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ আইনে মামলা রুজু করা হয়েছে।